সরিষাবাড়ী-তারাকান্দি যাচ্ছে না যমুনা এক্সপ্রেস

বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণ দেখিয়ে জামালপুর-তারাকান্দি সেকশনে যমুনা এক্সপ্রেস (৭৪৫/৭৪৬) ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে এখন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী ও তারাকান্দি স্টেশনে আর যাবে না।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়।
ওই পত্রে বলা হয়, চলমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য যমুনা এক্সপ্রেস (৭৪৫/৭৪৬) ট্রেন প্রয়োজনে জামালপুর-তারাকান্দি সেকশনে সাময়িক সময়ের জন্য অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। তবে ঢাকা-জামালপুর-ঢাকা সেকশনে নিয়মিত ট্রেন চলাচল করবে।
এর আগে, গত ১৮ নভেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
সে সময় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে যথাসময় এসে থেমেছিল। স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনের শেষের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেছিলেন, লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিৎকার শুনতে পাই। পরে দেখি ট্রেনের শেষের বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটির আংশিক পুড়েছে।
/এমএইচএন/কেএ