ঢাকা-৮ ও ৯ আসনের প্রতীক পেয়েছেন যারা

ঢাকা-৮ আসনে ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। অন্যদিকে ঢাকা-৯ আসনে ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সবিরুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।
ঢাকা-৮ আসনের প্রার্থীদের মধ্যে আ ফ ম বাহাউদ্দীন নাছিম (আওয়ামী লীগ)- নৌকা, আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (ইসলামী ঐক্যজোট)- মিনার, এম এ ইউসুফ (তৃণমূল বিএমপি)- সোনালী আঁশ, খন্দকার এনামুল নাছির (সুপ্রিম পার্টি)- একতারা, মো. আবুল কালাম জুয়েল (ন্যাশনাল পিপলস পার্টি)- আম, এস এম সরওয়ার (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- মোমবাতি, মো. জুবের আলম খান (জাতীয় পার্টি)- লাঙ্গল, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন)- ফুলের মালা, মো. সাইফুল ইসলাম (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট)- টেলিভিশন, মো. রাসেল কবির (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)- ছড়ি প্রতীক পেয়েছেন।
আরও পড়ুন
আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। এ আসনের পাঁচ জন প্রার্থী নিজেও আসেননি, প্রতিনিধিও পাঠাননি।
প্রতীক বরাদ্দ পেয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। গণতান্ত্রিক প্রক্রিয়ার একমাত্র বৈধ উপায় হচ্ছে নির্বাচন।
অন্যদিকে ঢাকা-৯ আসনে মোট ৯ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
যাদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে তারা হলেন– কাজী আবুল খায়ের (জাতীয় পার্টি)- লাঙ্গল, তাহমিনা আক্তার (গণফ্রন্ট)- মাছ, মোসা. রুবিনা আক্তার রুবি (তৃণমূল বিএনপি)- সোনালী আঁশ, মোহাম্মদ কফিল (ন্যাশনাল পিপলস পার্টি)- আম, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট)- টেলিভিশন, মো. আনোয়ারুল ইসলাম (জাতীয় পার্টি)- কাঁঠাল, মো. নুরুল হোসাইন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)- ছড়ি, মো. মাহিদুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)- একতারা, সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ)- নৌকা।
আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী নিজে আসেননি, প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন।
আরএম/এসএসএইচ