সীমান্ত, রূপসা ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তন

স্ক্রু কাপলিং কোচ দিয়ে সীমান্ত, রূপসা ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ জানুয়ারি থেকে এ তিনটি ট্রেন রেক পরিবর্তন করে চলাচল করবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের রেকের অবমুক্ত স্ক্রু কাপলিং কোচ দিয়ে খুলনা-চিলাহাটি-খুলনা রুটে চলাচল করা সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮) এবং রূপসা এক্সপ্রেস (৭২৭/৭২৮) নতুন মার্শালিং-এ চলাচলের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি খুলনা থেকে রূপসা এক্সপ্রেস (৭২৭) এবং চিলাহাটি থেকে (৭২৮) এর মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।
রেকে প্রথম কোচ ‘ক’ থাকবে খুলনামুখী ও শেষ কোচ ‘ঢ’ থাকবে চিলাহাটিমুখী। ১৪টি কোচে আসন সংখ্যা থাকবে ৯৭৪/১০২৪টি।
অন্যদিকে অবমুক্ত এলএইচবি কোচ দিয়ে রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচল করা সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬১/৭৬২) নতুন কম্পোজিশন, মার্শালিং ও আসন বিন্যাসে চলাচল করবে।
সে হিসেবে রেকের প্রথম কোচ ‘ক’ রাজশাহীমুখী এবং শেষ কোচ ‘ট’ থাকবে খুলনামুখী। ১১টি কোচে মোট আসন থাকবে ৮৮৮টি। এটির কার্যক্রম আগামী ৫ জানুয়ারি রাজশাহী থেকে ছাড়া সাগরদাঁড়ি এক্সপ্রেসের (৭৬২) মাধ্যমে শুরু হবে।
এমএইচএন/পিএইচ