কেরাণীগঞ্জে বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন মেয়েও

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বীনা রানী চক্রবর্তী (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, কেরাণীগঞ্জে দগ্ধ বিনা রানী নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) তার মা উমা রানী চক্রবর্তী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইল এলাকার একটি চারতলা বাসার নিচ তলায় রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনকে ভর্তি রাখা হয়। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
এসএএ/কেএ