প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার বিদায়ী দূতের সাক্ষাৎ রোববার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী রোববার (২৪ ডিসেম্বর) বিদায়ী সাক্ষাত করবেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি ব্রুর। ওইদিন গণভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় পেয়েছেন। আগামী রোববার হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন।
এদিকে, বুধবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন হাইকমিশনার জেরেমি।
পররাষ্ট্রসচিব ২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রুপ থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ (শুল্কমুক্ত ও কোটামুক্ত মার্কেট অ্যাক্সেস) প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।
ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন জেরেমি। তিনি সাবেক হাইকমিশনার জুলিয়া নিবলেটের স্থলাভিষিক্ত হয়েছিলেন। জেরেমি খুব শিগগিরই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এনআই/এমএসএ