চট্টগ্রামের পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রামের পথশিশু ও ছিন্নমূল ৩০০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের সম্মুখ চত্বরে শীতার্তদের মধ্যে ২০০ কম্বল ও ১০০ শিশুকে গরম কাপড় প্রদান করা হয়। ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি রকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিবেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু নাসের জুয়েল।
এ ছাড়াও ঢাকা থেকে আসা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম নয়ন, সহ সভাপতি কেফায়েত সোহাগ, সাধারণ সম্পাদক আইনাল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আল-আমিন রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিগত ৩ বছর ধরে পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন দেশের ১৬টি জেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসএসএইচ
