মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার কাছে পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ।
স্থানীয় সময় সোমবার (২৫ ডিসেম্বর) রাবাতে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্রের অনুলিপি পেশ করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত জানান, সোমবার রাবাতে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা মরক্কোর মহামান্য রাজা ষষ্ঠ মোহাম্মদের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আমার পরিচয়পত্রের অনুলিপি গ্রহণ করেন।
গত ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে হারুন আল রশিদকে নিয়োগের সিদ্ধান্ত জানায়। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
মরোক্কোতে রাষ্ট্রদূত হওয়ার আগে হারুন আল রশিদ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালনের আগে হারুন মন্ত্রণালয়ে জনকূটনীতি উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা হারুন ২০০১ সালে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন।
কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো এবং মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এনআই/এসএম