আচরণবিধি ভঙ্গের দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করল ইসি

আচরণবিধি ভঙ্গের দায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ইসি।
তদন্তের প্রতিবেদনে বলা হয়, মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক গত ২৫ ডিসেম্বর নির্বাচনী এলাকা সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মজিবর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ ও একই উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের পৃথক কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন। এসময় ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালান। যা নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। যা পত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ বিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধাভোগী করতে পারবেন না। এমনকি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না। এই কাজের মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ বিধি লঙ্ঘন করেছেন।
ইসির শোকজের জবাবে জাহিদ মালেক বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচন সংক্রান্ত প্রচারণায় আমার ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত জ্বালানি ব্যয় বহন এবং ব্যক্তিগত ড্রাইভার ব্যবহার করি। আমি কোনো সরকারি গাড়ি, সরকারি জ্বালানি এবং সরকারি ড্রাইভার ব্যবহার করি না। নির্বাচনী প্রচারণায় মন্ত্রীর গাড়িতে রাষ্ট্রীয় পতাকা থাকবে কি না এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করতে পারবো কি না সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা দিক নির্দেশনা পাইনি। এছাড়া নির্বাচনী আচরণবিধিতে রাষ্ট্রীয় পতাকা এবং রাষ্ট্রীয় প্রটোকলের বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় বিষয়টি আমার অজানা ছিল। আমি গত ২৬ ডিসেম্বর থেকে আমার নির্বাচনী কাজের ব্যবহৃত গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার বন্ধ করে এবং রাষ্ট্রীয় প্রটোকল নেওয়া বন্ধ করে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করছি।
তিনি বলেন, ইসির নোটিশের বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তা আমার জানার অজান্তে হয়েছে। আমি যথাযথভাবে নির্বাচনী আচরণবিধি পালন করে নির্বাচনী প্রচারণা এবং গণ সংযোগ করব।
প্রতিবেদনে সার্বিক বিবেচনায় জাহিদ মালেককে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক এর (৬) (ক) বিধানমতে নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদানসহ এ সংক্রান্তে আরও সতর্ক থাকার পরামর্শ প্রদানের সুপারিশ করা হয়।
ওএফএ/এমএ