তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার তাগিদ

দেশের পোশাক খাতের বিদ্যমান এবং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘গ্লোবাল ইকোনমিক স্লোডাউন, বাংলাদেশ অ্যাপারেল ইন্ড্রাস্টি অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক’-শীর্ষক সেমিনারে এ পরামর্শ দেন তিনি।
মশিউর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি দেশের অঙ্গীকারের প্রতিফলন স্বরূপ শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর আইন ও প্রবিধান প্রণয়ন ও প্রয়োগ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বলেন, দেশের পোশাক খাতের বিদ্যমান এবং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় পদক্ষেপের ওপর জোর দিতে হবে। এজন্য সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালানো ও অংশীজনের মধ্যে বোঝাপড়া বাড়ানো জরুরি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন বিআইআইএসএসর মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান ও রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার।
স্বাগত বক্তব্যে বিআইআইএসএসর মহাপরিচালক বলেন, বৈশ্বিক মঞ্চে আমাদের পোশাক খাতের স্থিতিশীলতা এবং প্রতিযোগিতা নিশ্চিত করতে বৈচিত্র্যকরণ, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে।
তিনি পোশাক শিল্পে নিযুক্ত লাখ লাখ ব্যক্তির জন্য মানসম্পন্ন কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এই অনিশ্চিত সময়ে সঠিক দিকনির্দেশনা প্রস্তুত করার জন্য সম্মিলিত বোঝাপড়া, সহযোগিতা এবং উদ্ভাবনী সমাধানের ওপর জোর দেন।
সেমিনারের সভাপতি বিআইআইএসএসর চেয়ারম্যান পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাক শিল্পের অভিযোজন সম্পর্কে আলোকপাত করেন।
এনআই/কেএ