ডিপিডিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসির কার্যালয়ের সম্মেলনে কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
ডিপিডিসি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিপিডিসি'র পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ এবং ডিপিডিসি'র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২২-২৩ অর্থ বৎসরের লাভ ক্ষতির হিসাব, স্থিতিপত্র, ২০২২-২৩ অর্থ বৎসরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন ও পরিচালকবৃন্দের প্রতিবেদন উপস্থাপন এবং অনুমোদন করা হয়।
এছাড়াও সভায় কোম্পানির অবসরগ্রহণকারী পরিচালকবৃন্দের স্থলে পরিচালক নির্বাচনে পুনঃনির্বাচন করা হয় এবং আগামী ৩০ জুনের মধ্যে সমাপ্ত অর্থ বৎসরের জন্য (পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত) কোম্পানির বহিঃনিরীক্ষক নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।
ওএফএ/এমটিআই