রাজনৈতিক সহিংসতা থেকে নারী-সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে কিছুটা জটিল পরিস্থিতি বিরাজ করছে। এ নির্বাচনে নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সাধারণ জনগণ যাতে স্বেচ্ছায়, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তীতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা থেকে প্রান্তিক পর্যায়ের নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছে নারী ও শিশুসহ সংখ্যালঘু নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার মহিলা পরিষদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সাংবিধানিকভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য দেশের নারীসমাজ সর্বদা সজাগ। এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীসমাজ দীর্ঘকাল ধরে সংগ্রামী ভূমিকা রেখে আসছে।
অতীত অভিজ্ঞতা তুলে ধরে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং নির্বাচনের পরে এ দেশের প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ অনেক সময় রাজনৈতিক সহিংসতার শিকার হন।
এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ এবং নারীর নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে আহ্বান জানানো হয়।
জেইউ/এনএফ