অবশেষে দগ্ধ বেনাপোল এক্সপ্রেস গেল ঢাকা স্টেশনে

রাজধানীর গোপীবাগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেন অবশেষে ঢাকা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা-মাওয়া রেলপথের গোপীবাগ অংশে লাইনে থাকা লাইনে দগ্ধ ট্রেনে লোকোমোটিভ লাগিয়ে সেটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে নেওয়া হয়। ট্রেনটি আপাতত ওয়াশ পিটে নেওয়া হবে। ওয়াশপিটে নেওয়ার সময় লোকমোটিভের সঙ্গে ৮টি কোচ ছিল। বাকি কোচগুলো অগেই নেওয়া হয়েছে।
/এমএইচএম/এমএ