বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন : গ্রেপ্তার আরও ২

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ৫৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান (৩৮) ও কবির (৪৪)।
এর আগে গতকাল রাতে একই ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করে ডিবি। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করল ডিবি।
গতকাল গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মোহাম্মদ মনসুর আলম, কামরাঙ্গীরচর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান, দেলোয়ার, কবির, কামরাঙ্গিচড় থানার যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও লালবাগ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) মো. মশিউর রহমান।
তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল ছয়জন ও আজ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তার হবে।
এমএসি/এসকেডি