কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া

পাঁচ বছর পর রোববার (৭ জানুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটদান কার্যক্রম। এদিন অনেকেই ভোটের দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে শঙ্কায় থাকেন। এ নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়ার খবর। নির্বাচনের দিন দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
শনিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।
সংস্থাটি জানায়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআর/পিএইচ