দুদকের ১২ পরিচালক ও ৪ উপ-পরিচালকের বদলি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২ পরিচালক ও চার উপ-পরিচালককে বদলি করা হয়েছে। পৃথক আদেশে তাদেরকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, গাজীপুর, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বদলি করা ১২ পরিচালকের মধ্যে ময়মনসিংহের পরিচালক ঋত্বিক সাহাকে প্রধান কার্যালয়ের সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে, পরিচালক জাহাঙ্গীর হোসেনকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, পরিচালক এস এম মফিদুল ইসলামকে সিলেট থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মোহাম্মদ ইব্রাহিমকে সিলেটের বিভাগীয় কার্যালয়ে, মো. সফিকুর রহমান ভূইয়া ঢাকা থেকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে, মো. আব্দুল গাফ্ফারকে বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মো. মোজাহার আলী সরদারকে গাজীপুর থেকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে, মো. আব্দুল করিমকে রংপুর থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মো. তালেবুর রহমানকে ময়মনসিংহ থেকে রংপুরের বিভাগীয় কার্যালয়ে, মো. মঞ্জুর মোর্শেদকে খুলনা থেকে ঢাকার প্রধান কার্যালয়ে এবং পরিচালক জালাল উদ্দিন আহমদকে চাঁদপুর থেকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে পৃথক অপর এক আদেশে চার উপপরিচালককে বদলি করা হয়েছে। যার মধ্যে উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান, মো. মাসুদুর রহমান ও বায়েজিদুর রহমানকে ঢাকার প্রধান কার্যালয় থেকে যথাক্রমে ময়মনসিংহ, চাঁদপুর ও গাজীপুর জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া উপপরিচালক মো. তানজিব হাসিব সরকারকে প্রধান কার্যালয়ের ফরেনসিক বিভাগের পাশাপাশি এনফোর্সমেন্ট ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরএম/জেডএস