জিয়াউদ্দিনকে ফের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ

মন্ত্রীর পদমর্যাদায় অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আবারও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি (মোহাম্মদ জিয়াউদ্দিন) এ পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এসএইচআর/এমজে