রক্ত ঝরিয়ে প্রমাণ করল আ.লীগ সরকার শ্রমিকবান্ধব নয়

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ লাখ টাকা করে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামিক শ্রমিক আন্দোলন।
সংগঠনটি বলছে, মে দিবসে সরকার নিজেদেরকে শ্রমিকবান্ধব হিসেবে উপস্থাপন করবে। অথচ মাহে রমজান ও এপ্রিল মাসে এই শ্রমিকদের রক্তে সরকারের হাত রঞ্জিত। এরা শ্রমিকবান্ধব সরকার নয়। এ সরকার লুটেরা ও শ্রমিক নির্যাতনকারী সরকার।
রোববার (১৮ এপ্রিল) বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান গণমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার পর বাঁশখালীতে বেতনভাতা, ৮ ঘণ্টা কাজ ও বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ অহিংস অবস্থান কর্মসূচি চলাকালে দুষ্কৃতিকারীরা হঠাৎ গাড়িতে আগুন দিয়ে শ্রমিকদের ওপর গুলি বর্ষণ করে। এতে ৫ জন শ্রমিক নিহত হন। শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।
শ্রমিকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ ঘণ্টা কাজ করা ও পাওনা পরিশোধের দাবিতে অবস্থান করায় তাদের ওপর গুলি বর্ষণের ঘটনা প্রমাণ করে এদেশে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করাও অপরাধ।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। এই শ্রমিকদেরকে ঠুনকো অজুহাতে গুলি করে হত্যা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এটা প্রমাণ করে তাদের দাবি ন্যায্য ছিল। অযথা যে ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, সরকার যদি ৫ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় না আনে তবে শ্রমিক-জনতা বিচারের দাবিতে মাঠে নামতে বাধ্য হবে।
জেইউ/এইচকে