ডিএসসিসির অভিযান : ৩৩ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধিনিষেধ তদারকি করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৮ এপ্রিল) করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে ১১টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির অঞ্চল- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি করপোরেশনের সম্পত্তি বিভাগের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনায় নেতৃত্ব দেন।
অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য, স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদনবিহীন দোকানপাট খোলা রাখা ও মশার লার্ভা পাওয়ায় ঢাকা নিবাস নামের একটি ডেভেলপার কোম্পানিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা দায়ের হয়। এসব মামলায় সর্বমোট ৭৫ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান নিয়ে অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘আজ শনির আখড়ার জিয়া সরণি এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় অনুনোমোদিত দোকানপাট এবং তিনটার পর অনুমোদিত কাঁচাবাজার বন্ধ পেয়েছি। কিন্তু বিনা প্রয়োজনে বিভিন্ন স্থানে প্রচুর লোকসমাগম দেখেছি। পরে তাদের স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বের না হতে সতর্ক করেছি।’
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর ত্রপা বলেন, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আজ মালিটোলায় অভিযান পরিচালনা করেছি। ২৬টি স্থাপনায় অভিযান চালিয়ে ১টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ‘ঢাকা নিবাস’ নামে একটি ডেভেলপার কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। পরে কোম্পানিটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এএসএস/এমএইচএস