বাজার দর যাচাই-বাছাইয়ে ডিএনসিসির কমিটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যান-যন্ত্রপাতি ক্রয় এবং যান-যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ সহায়ক যন্ত্রাংশ ও ভৌত সেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজার দর যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।
মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, যান্ত্রিক সার্কেল কর্তৃক নিজস্ব বাজেটের আওতায় যে সব যান-যন্ত্রপাতি ক্রয় এবং যান-যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ সহায়ক খুচরা যন্ত্রাংশ ও ভৌত সেবা ক্রয় করা হবে– এ বিষয়টি দেখবে গঠিত কমিটি। এ ছাড়া যেসব যান-যন্ত্রপাতি এবং যান-যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ সহায়ক খুচরা যন্ত্রাংশ ও ভৌত সেবার জন্য বাজার দর যাচাই-বাছাই করে দাপ্তরিক প্রাক্কলিত দর নির্ধারণ করতে হবে এই কমিটিকে।
আরও পড়ুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক)। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন– ডিএনসিসির ব্যবস্থাপক (পরিবহন), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিনিধি, সরকারি যানবাহন অধিদপ্তরের প্রতিনিধি, ডিএনসিসির যান্ত্রিক সার্কেলের সহকারী প্রকৌশলী, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী এবং যান্ত্রিক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী।
এএসএস/এসএসএইচ