খিলক্ষেতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে মুক্তারা বানু (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সে নিজের রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহতের বড় ভাই ঢাকা পোস্টকে বলেন, আমার বোন দুই মাস হলো মাসুদ এমব্রয়ডারিতে কাজ করত। শনিবার ওখানে মনে হয় কারও সঙ্গে কোনো সমস্যা হয়েছিল। বাসায় এসে কান্নাকাটি করে বলেছে, আর চাকরি করব না। পাশের বাসার এক খালার কাছে বলেছে মাসুদ অ্যামব্রয়ডারির এক বুয়া তাকে বেশি কথা বলেছে। তবে কী নিয়ে তাকে বেশি কথা বলেছে তা বলেনি। পুলিশকে সব ঘটনা বলা হয়েছে, তারাই খোঁজ-খবর নিচ্ছে।
মুক্তারা বানু খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত। তার বাবার নাম মো. মনজুরুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার গোদাগাড়ী গ্রামে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। ময়নাতদন্তের জন্য লাশ রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে তার কর্মক্ষেত্রে মাসুদ অ্যামব্রয়ডারিতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। এ কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসএএ/এইচকে