বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস হলেন হোসাইন মাহমুদ জোনাইদ

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সহকারী একান্ত সচিব পদে (এপিএস) নিয়োগ পেয়েছেন হোসাইন মাহমুদ জোনাইদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে হোসাইন মাহমুদ জোনাইদের পরিচয় সম্পর্কে জানানো হয়, তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া গ্রামে। পিতার নাম নুরুল আলম।
এতে বলা হয়, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যতদিন এ পদে থাকবেন অথবা তিনি হোসাইন মাহমুদ জোনাইদকে যতদিন সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছাপোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
এসএইচআর/পিএইচ