রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের দুই যাত্রী আহত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় স্বামী নিজেই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মিজান।
মো. মিজান বলেন, মোহাম্মদপুর থানা এলাকার গণভবনের পশ্চিম পাশের রাস্তায় এ দুর্ঘটনা হয়। সড়কের ডান থেকে বাম পাশে যাওয়ার সময় সামনে থেকে একটি ট্রাক এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির বামপাশ ভেঙে যায়। প্রাইভেটকারে থাকা চালক ও তার স্ত্রী এ ঘটনায় আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন থানায় অবস্থান করছেন।
তিনি বলেন, এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ট্রাকটি এখন ট্রাফিক পুলিশের জিম্মায় আছে। তারা ট্রাকটি তল্লাশি করে দেখছেন এতে কী মালামাল আছে। আহতরা এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর আইনি ব্যবস্থা নেব।
এমএসি/আরএইচ/জেএস