বংশালে বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর বংশাল থানার বিআরটিসি কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. ইউনুস (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ইউনুসকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, বংশাল থানার বিআরটিসি বাস কাউন্টারের পাশে ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস এই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। গুরুতর আহত অবস্থায় আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চার নাম্বার রুমে মারা যান তিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম ছাড়া আর কিছুই জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি। দুইজন পথচারী আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএএ/পিএইচ