মুগদায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর মুগদার টিটিপাড়া বস্তির সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) রাত দুইটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।
তিনি জানান, মধ্যরাতে টিটিপাড়া বস্তির সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে আমরা দেখতে পাই ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। আশেপাশের সিসি ফুটেজ দেখে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।প্রযুক্তির মাধ্যমে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এসএএ/পিএইচ