বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির নতুন কমিটি গঠন

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) ২৪তম সাধারণ সভার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এই অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী, গত পরিষদের কার্য ও অর্থ প্রতিবেদন এবং বাজেট প্রস্তাবনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনা শেষে বিগত সাধারণ সভার কার্যবিবরণীসহ সব প্রতিবেদন ও বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে সৈয়দ জহুরুল আমিন কাইয়ুমের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বেলিড নির্বাহী পরিষদ ২০২৪–২৫ নির্বাচন পরিচালনা করেন। বেলিডের বিভিন্ন সদস্যদের কাছ থেকে প্রাপ্ত মনোনায়ন ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচন করা হয়।
এই কমিটির সদস্যরা হলেন— ড. মো. মনিরুজ্জামান– চেয়ারম্যান, এ, কে, এম, মফিজুর রহমান, প্রফেসর ড. এসএম জাবেদ আহমেদ, রেজিনা আখতার ভাইস চেয়ারম্যান, এ, কে, এম, নুরুল আলম (অপু) মহাসচিব, আহসান হাবীব যুগ্ম মহাসচিব, মো. ফজলুর রহমান অর্থসচিব, মো. ইলতুতমিশ সংস্থাপন সচিব, মাহমুদুন নাহার গবেষণা ও উন্নয়ন সচিব, নাসিমা আক্তার রীতা প্রকাশনা ও জনসংযোগ সচিব, ড. মো. হোচ্ছাম হায়দার চৌধুরী, শশাংক কুমার সিংহ, ড. মো. মোস্তাফিজুর রহমান, ড. মো. আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ আব্দুল করিম, খন্দকার আসিফ মাহতাব ও মো. মোবাশ্বির আহসান।
এমএ
