চট্টগ্রামে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রী নিহত

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে মুনাম সামা তাহমিন (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চকবাজারের চন্দনপুরা এলাকার পশ্চিম গলি নেপচুন প্রোপার্টিজের ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় ওই ছাত্রী।
ঘটনার পর চকবাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা গেছে, নিহত মুনাম সামা তাহমিন চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় দুর্ঘটনা মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/এসএসএইচ