চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭২ জনে।
একইসঙ্গে নতুন করে আরও ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ হাজার ৫৭৪ জনে।
মঙ্গলবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, কক্সবাজারের একটি ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৫৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৪৭ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ২৬৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৭২ জন। যার মধ্যে নগরীর ৩৫০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২২ জন।
১১ এপ্রিল চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা জেলায় এ বছরের সর্বোচ্চ। চট্টগ্রামে শুধু এপ্রিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।
কেএম/এনএফ