টানেলের সংযোগ সড়কে নিরাপত্তাকর্মীকে পিষে মারল ট্রাক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার পারভেজ (৪৫) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (কেইপিজেড) কর্ণফুলী স্যুজ ইন্ড্রাস্ট্রিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, আনোয়ারসহ তিনজন আলাদা সাইকেলে আনোয়ারা চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। সংযোগ সড়কে একটি দ্রুতগামী ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ওই সময় ঘন কুয়াশা ছিল। ট্রাকটি এখনো চিহ্নিত করা যায়নি। টানেলের হাই পাওয়ার সিসিটিভি ফুটেজ চেক করে ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।
এমআর/এসকেডি