মাদক ব্যবসায়ী রাজীব শেখ গ্রেপ্তার

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক মাদক ব্যবসায়ী রাজীব শেখকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গতকাল রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক মামলায় ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী মো. রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, রাজীব শেখের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় ২০১৫ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার রাজীব নিজ এলাকা ছেড়ে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
আরও পড়ুন
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এনএফ