প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোড্যান উজনভ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩১ জানুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রদূত।
আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন
এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের বিভিন্ন দক্ষতার প্রশংসা করেন।
অন্যদিকে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত দেশটির শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, উপসচিব ইমরান আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/পিএইচ