বিয়ের দুদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গত শুক্রবার পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামে হাটহাজারী এলাকার বাসিন্দা রায়হান উদ্দীন। এপ্রিলের দিকে ঘটা করে বউকে ঘরে তোলার কথা ছিল তার। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও ছিল রায়হানের। এসবের কিছুই হলো না। দুদিন আগে বিয়ে করা রায়হান ঘরে ফিরলেন লাশ হয়ে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিসি পার্ক সংলগ্ন ট্রাংক রোডে লরির আঘাতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন রায়হান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়হান হাটহাজারী এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রায়হানের সদ্য বিবাহিত স্ত্রী সানজিদার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। সেখানে বিলাপ করে বুক চাপড়ে তিনি বলতে থাকেন, ‘আমার এখনো হাতে মেহেদিও লাগানো হয়নি, আমার জামাই কই?’
রায়হানের আকষ্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজন ও সহপাঠীরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।
আরএম/এসএসএইচ