উত্তরায় বালুর মাঠ বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের বালুর মাঠ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি ঢাকা পোস্টকে জানান, এক ঘণ্টার বেশি সময় কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেই তথ্য এখনও আসনি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
এমএসি/জেডএস