অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি : ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অপরাধে চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসটিআইয়ের সহায়তায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকার ৪টি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন করছে। ব্যবহার করা হচ্ছে মেয়াদোর্ত্তীণ তেল।
এসব পণ্য মজুদ ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত পারভিন বেকারিকে ৩ লাখ টাকা, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, সেভেন স্টার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে- ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এএসপি মামুন জানান, ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
জেইউ/এমএইচএস