মাল্টিপারপাস ব্যবসার নামে প্রতারণা, চক্রের প্রধান আটক

মাল্টিপারপাস ব্যবসার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি প্রতারক চক্রের প্রধানকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক আলী আকবর এভরিডে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. ও ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নামের দুটি মাল্টিপারপাস কোম্পানির চেয়ারম্যান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আকবর দীর্ঘদিন ধরে মাল্টিপারপাস কোম্পানি দুটির নামে ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী অফিস খুলে কার্যক্রম পরিচালনা করতেন। তিনি সহজ সরল মানুষকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যান। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটির বিষয়ে অনুসন্ধানে নামে সিআইডি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কানিজ ফাতেমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলী আকবর ভুক্তভোগী দেলোয়ার হোসাইনের কাছ থেকে দুই কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকাসহ আরও অনেকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন।
চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
জেইউ/এসআরএস