শ্যামপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরের জুরাইন ওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) ঝুমা রানী সেন জানান, সংবাদ পেয়ে আজ (রোববার) সকালের দিকে ঘটনাস্থলে যাই। সেখান থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান ওই নারী আর বেঁচে নেই। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করেও ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এসএএ/এমএ