জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে

জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সোমবার (৪ মার্চ) ওসমানী মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আজকের সম্মেলনে জেলা প্রশাসকরা ২০টি প্রস্তাবনা দিয়েছেন। তবে প্রস্তাবনা পাঠালেই তা নিয়ে কাজ করা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশ হলো ৫০ কোটি টাকার ওপরে কোনো প্রকল্প আসলে সেটার সমীক্ষা করা লাগে। এরপর আমরা এলাকাবাসীর দাবি ও নদী ভাঙনসহ প্রাসঙ্গিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করি।
আরও পড়ুন
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে জেলা প্রশাসনকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এতে করে অবৈধ নদী দখল রোধ করা যায়। এছাড়া কাজের গতিও বৃদ্ধি পায়। পাশাপাশি প্রকল্প দেখভালের জন্য একটি টিমও তৈরি করা হয়, যারা আমাদের রিপোর্ট দিয়ে থাকেন। আশা করছি এভাবেই প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে।
ওএফএ/এমএ