ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

ঢাকা আইনজীবী সমিতির এনেক্স ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে ৪টা ৪৩ মিনিটে ফোন করলে তারা ঘটনাস্থলে আসেন।
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের সদরঘাট শাখার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ঢাকা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনায় আমাদের খবর দেওয়া হয়। আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে আসি। আসার আগেই আগুন নিভে যায়। ধারণা করছি— সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
এনআর/এমজে