নারায়ণগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত রামদা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
গ্রেপ্তাররা হলো- ডাকাত দলের সর্দার আবুল হোসেন, মো. জাকির হোসেন, মো. মিজানুর রহমান, মো. নাইম ব্যাপারী এবং মো. কাউছার।
শুক্রবার (৮ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
তিনি জানান, গতকাল ৭ মার্চ দিবাগত রাতে র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত রামদা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুন
তিনি জানান, এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পেতো না। তাছাড়া উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো আসামিরা তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে।
গ্রেপ্তারদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএইচটি/পিএইচ