রাজউকের নতুন চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে রাজউকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে দায়িত্বে থাকা রাজউক চেয়ারম্যান ড. সাঈদ হাসান শিকদারকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব পদে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করা হয়।
এসএইচআর/ওএফ