রমজান মাসে এমআরটি পাসে ৭৫ মিনিট পেইড জোনে অবস্থান করা যাবে

মেট্রোরেলের এমআরটি পাস ব্যবহার করে নিয়মিত পেইড জোনে সর্বোচ্চ ৬০ মিনিট অবস্থান করা গেলেও রমজান উপলক্ষ্যে সেই সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এর চেয়ে অতিরিক্ত সময় থাকলে ১০০ টাকা জরিমানা পরিশোধ করতে হবে।
রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবেন। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকতে পারবেন। এটি আগে ৬০ মিনিট ছিল। রমজাম মাস শেষে আবার এটি ৬০ মিনিটে ফেরত আসবে।
অন্যদিকে রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে বলেছে জানিয়েছে ডিএমটিসিএল।
এমএইচএন/জেডএস