প্রয়াত ইহসানুল করিমের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন।
সোমবার (১১ মার্চ) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এছাড়া, প্রয়াত ইহসানুল করিমের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রয়াত ইহসানুল করিমের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি।
ইহসানুল করিম রোববার (১০ মার্চ) রাত ৮টায় মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত দেড় মাস ধরে শ্বাসকষ্ট, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহে বিএসএমএমইউতে নিয়ে আসা হয় তাকে। এরপর থেকে তিনি এখানে (আইসিইউ-২, বেড নং-২১) চিকিৎসাধীন ছিলেন।
এসএইচআর/এমএ