বাহরাইনে চিফ কনস্যুলার সার্ভিস ও চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডর ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আল-মেসলিমানির সঙ্গে বৈঠক করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডরের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ মিশন জানায়, চার্জ দ্য অ্যাফেয়ার্স ও চিফ অফ কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডরের বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এনআই/জেডএস