মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকার পর কামরুল ইসলাম নামের ওই আসামিকে মঙ্গলবার (১২ মার্চ) ঝিনাইদহ জেলার সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার কামরুল যশোর বেনাপোলের কাগমারীর কুদ্দুস আলী বিশ্বাস ওরফে দুদোর ছেলে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, কামরুল ইসলাম একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোরের বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছিল।
২০০৯ সালের ১৫ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কামরুল দীর্ঘ একযুগ ধরে পলাতক ছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরা পড়েন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় পলাতক থাকার কথা তিনি স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/পিএইচ