বংশালে সাত তলা ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রিফাত হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাত রাজবাড়ী সদরের ব্রাহ্মণ দিয়া গ্রামের আবুল হাসনাতের ছেলে। বর্তমানে ৮২/বি নং সিদ্দিক বাজারের ফ্লাটে থাকেন।
নিহতের মা কুলসুম বেগম জানান, আজ বিকেলের দিকে বাসার ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রিফাত। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ