হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার

রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
মাহবুব আলম বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ডিবির তেজগাঁওয়ের একটি টিম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।
তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে পুরনো কিছু মামলা রয়েছে এবং হেফাজতে ইসলামের সম্প্রতি তাণ্ডবের ঘটনায় যে মামলা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
এমএসি/জেডএস