চট্টগ্রাম বন্দরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চট্টগ্রাম বন্দরে লরির ধাক্কায় মাসুদ রানা (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। মাসুদ রানা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জয়নাল আবেদিনের ছেলে।
এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তিন শিফটে ডিউটি করেন। মাসুদ বিকেলের শিফটে ডিউটি করার জন্য মোটরসাইকেল যোগে বন্দরে যাচ্ছিলেন। বন্দরের ভেতরে প্রবেশের পর মালবাহী লরি গাড়ি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, বিকেল ৫টার দিকে আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসনে সহকর্মীরা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেএম/ওএফ