আজও তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি, আসছে আরও গরম

দুদিন কিছুটা কম থাকার পর আবারও দেশের যশোর অঞ্চলে বয়ে গেছে ৪০ ডিগ্রি তাপমাত্রা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা বয়ে গেছে। আগামীকাল তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। সবমিলিয়ে, তীব্র দাবদাহের পথে যাচ্ছে আবহাওয়া।
শনিবার (২৪ এপ্রিল) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও (রোববার) যদি তাপমাত্রা বাড়ে তাহলে তা তীব্র দাবদাহে রূপ নেবে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। দাবদাহটি বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একাধিক স্থানে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেছে। আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠলেই বলা হয় তীব্র দাবদাহ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
একে/এফআর