নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ

গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ সঠিকভাবে শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।
রোববার (২৫ এপ্রিল) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার সব কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
রেজাউল আহসান বলেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত না হলে ব্যয় বেড়ে যায়। করোনা পরিস্থিতির কারণে অনেক প্রকল্পের কাজ কিছুটা বিঘ্নিত হলেও আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে নির্ধারিত সময়েই তা শেষ করা সম্ভব। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব, দুঃখী ও নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার। এ লক্ষ্যেই মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যাদের জমি আছে ঘর নেই তাদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সব দফতর প্রধানদের গৃহহীন ও ভূমিহীন পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের অনগ্রসর মানুষের পুনর্বাসনে আমাদের সবার দায়িত্ব রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাদের এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা তাদের দফতরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নেওয়া কার্যক্রম এবং অগ্রগতি সভায় অবহিত করেন।
এছাড়াও সভায় মুজিববর্ষ উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের তত্ত্বাবধানে প্রকাশিতব্য 'বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন ও সমবায় ভাবনা' শীর্ষক প্রকাশনার সার্বিক বিষয়ে পর্যলোচনা অনুষ্ঠিত হয়।
উপসচিব মো. মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) বেগম নাসরিন আক্তার চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. রাশিদুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মো. শাহজাহান, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ, বগুড়া) মহাপরিচালক খলিল আহমদ, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক শেখ মনিরুজ্জামান মিঞা, এসএফডিএফ'র ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম মো. আবদুল্লাহ।
এসএইচআর/জেডএস