ভারত থেকে দেশে ফিরতে পারবেন যারা

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ কারণে সোমবার (২৬ এপ্রিল) থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ হচ্ছে। এ সিদ্ধান্ত ১৪ দিন তথা আগামী ৯ মে পর্যন্ত বলবৎ থাকবে।
এ সময়ের মধ্যে নতুন করে কেউ বাংলাদেশ থেকে ভারত কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তবে বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ একেবারে শেষের দিকে তারা দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে তাদের কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে।
রোববার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের সঙ্গে আগামী ১৪ দিন সব ধরনের সীমান্ত বন্ধ থাকলেও বাণিজ্য ব্যবস্থা চালু তথা পণ্য পরিবহন বলবৎ থাকবে। একইসঙ্গে যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে। তবে তাদের দেশে প্রবেশের পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমাতে গত ১৪ এপ্রিল থেকে বাংলাদেশের সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। তবে যারা উক্ত তারিখের আগে আবেদন করেছেন, তাদের ভিসা দেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্র বলছে, চিকিৎসা নেওয়া এবং ব্যবসায়িক কাজে বর্তমানে প্রায় দুই হাজারের মত বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা ছাড়া বাকিরা সীমান্ত বন্ধ থাকাকালীন দেশে ফিরতে পারবেন না।
এনআই/আরএইচ