ভারতীয়রা দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে হাইকমিশন

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে। এমন পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের মধ্যে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাওয়াদের সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
রোববার (২৫ এপ্রিল) রাতে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে যে, আগামী ১৪ দিন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বন্ধ রাখা হবে। এ অবস্থায়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের মধ্যে যাদের দেশে ফেরার প্রয়োজন পড়বে তাদের বিশেষ বিবেচনায় দেশে ফেরতের বিষয়ে সহযোগিতা করবে।
ভারতীয় হাইকমিশন জানায়, আমরা এটা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি। এমন পরিস্থিতির মধ্যে যাদের ভারত ফেরার প্রয়োজন রয়েছে, তারা প্রাথমিকভাবে ভ্রমণের পরিকল্পনা cons 1. [email protected] এবং [email protected] মেইলে জানাতে পারেন।
মেইলে ভ্রমণকারীর নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, ইমেইল ঠিকানা, বিডি কন্টাক্ট নাম্বার এবং বেনাপোল বা আখাউড়া কোন বন্দর দিয়ে ফিরতে চান তা জানানোর অনুরোধ করেছে হাইকমিশন।
এনআই/এইচকে